পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে C ও D বিন্দুতে ছেদ করে। D ও C বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে A ও B বিন্দুতে এবং অপর বৃত্তকে E ও F বিন্দুতে ছেদ করে। ∠DAB = 75° হলে, ∠DEF-এর মান (a) 75° (b) 70° (c) 60° (d) 105°
Answer: D
D,C যুক্ত করা হল।
\(\angle\)BCD=180°-75°=105°
∴\(\angle\)DEF=\(\angle\)BCD=105°