PQR ত্রিভুজে ∠Q সমকোণ। PR=√5 একক এবং PQ-RQ=1 একক হলে, cosP-cosR -এর মান নির্ণয় করি।
∆PQR ত্রিভূজের ∠Q সমকোণ ।
∴চিত্র থেকে পাই,
\(cosP-cosR\)
\(=\cfrac{PQ}{PR}-\cfrac{RQ}{PR}\)
\(=\cfrac{PQ-RQ}{PR} \)
[PQ-RQ=1 এবং PR=√5 বসিয়ে পাই]
\(=\cfrac{1}{√5}\) (Answer)