একটি বৃত্তের AB ও AC জ্যা দুটি সমান। প্রমাণ করি যে, \(\angle\)BAC -এর সমদ্বিখন্ডক কেন্দ্রগামী।


ধরি,O কেন্দ্রীয় বৃত্তের AB ও AC দুটি সমদৈর্ঘ্যের জ্যা। B,C যুক্ত করা হল,যা ∠BAC এর সমদ্বিখন্ডককে P বিন্দুতে ছেদ করে।

প্রমানঃ ∆ABP এবং ∆ACP এর মধ্যে
AB=AC (কল্পনানুসারে)
∠BAP=∠CAP (কল্পনানুসারে)
এবংAP সাধারন।
∴∆ABP≅∆ACP

∴BP=CP (অনুরূপ বাহু)
এবং ∠BPA=∠CPA
∴AP⊥BC

আবার O কেন্দ্রীয় বৃত্তের BC জ্যা এবং P,BC এর
মধ্যবিন্দু এবং AP⊥BC
∴AP কেন্দ্রবিন্দুগামী (প্রমানিত)

Similar Questions