দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য \(r\) একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে, মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে \(6πr^3\) বর্গ একক।
Loading content...
বিবৃতিটি মিথ্যা
যেহেতু অর্ধগোলকদুটি ভূমি বরাবর জোড়া,সুতরাং তা
একটি পূর্ণ গোলকের আকার ধারন করবে যার ক্ষেত্রফল
হবে \(4πr^2\) বর্গ একক ।
🚫 Don't Click. Ad Inside 😈