1. \(ax^2+bx+c=0\) দ্বিঘাত সমীকরণটির \(b^2 = 4ac\) হলে, বীজদ্বয় বাস্তব ও —— হবে । Madhyamik 2017
2. \(x^2 - 4x + 4 = 0\) সমীকরণটির বীজদ্বয় হল-
(a) 4, 1 (b) 2, 2 (c) -4, -1 (d) -2, -2
3. \(x^2 - 2x + 1 = 0\) সমীকরণটির বীজদ্বয় হবে -
(a) 2, 1 (b) 1, 1 (c) 1, 3 (d) 2, 2
4. \(x^2 - 4x + 3 = 0\) সমীকরণটির বীজদ্বয় হল -
(a) 3, 1 (b) -3, -1 (c) 4, 1 (d) -4, -1
5. \(7x^2 - 66x + 27 =0\) সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কতো ? Madhyamik 2022
6. \(\cfrac{x^2}{x}=6\) সমীকরণটির বীজ / বীজদ্বয়
(a) 0 (b) 6 (c) 0 ও 6 (d) -6
7. \(x^2=6x\) সমীকরণটির বীজদ্বয় ______ ও ______
8. \(5x^2-3x+6=0\) সমীকরণটির বীজদ্বয় \(\alpha\) এবং \(\beta\) হলে \(\left(\cfrac{1}{\alpha}+\cfrac{1}{\beta} \right)\) এর মান নির্ণয় করো।