বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।


শোভাদেবীর ক্ষেত্রে
মোট সুদ \((I)=840\) টাকা
সময় \((t)=2\) বছর
সুদের হার \((r)=5.25\%\)

∴আসল \((p)=\cfrac{100×I}{tr}\) টাকা
\(=\cfrac{100×840}{2×5.25} \) টাকা
\(=\cfrac{100×840×100}{2×525}\) টাকা \(=8000\) টাকা

∴শোভাদেবী ব্যাংকে \(8000\) টাকা জমা রেখেছিলেন ।

Similar Questions