\(√5+√3\) -এর সঙ্গে কত যোগ করলে যোগফল \(2√5\) হবে, হিসাব করে লিখি ।
ধরি \(x\) যোগ করতে হবে ।
শর্তানুযায়ী, \(\sqrt{5}+\sqrt{3}+x=2\sqrt{5} \)
বা, \(x=2\sqrt{5}-\sqrt{5}-\sqrt{3} \)
বা, \(x=\sqrt{5}-\sqrt{3}\)
\(∴ \sqrt{5}+\sqrt{3}\) -এর সঙ্গে \(\sqrt{5}-\sqrt{3}\) যোগ করলে যোগফল \(2\sqrt{5}\) হবে ।