দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে, আফতাবের মূলধন কত তা হিসাব করি।


আফতাবের লাভ হয়=(1500-900)টাকা =600 টাকা ।
রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত=900:600 =3:2
ধরি,আফতাবের মূলধন=\(x\) টাকা ।
শর্তানুসারে, \(6000:x=3:2\)
বা, \(\cfrac{6000}{x}=\cfrac{3}{2}\)
বা, \(3x=6000×2\)
বা, \(x=\cfrac{6000×2}{3}\)
বা, \(x=4000\)

∴আফতাবের মূলধনের পরিমান ছিল 4000 টাকা ।

Similar Questions