1. (cos0°×cos1°×cos2°×cos3°×… ×cos90°)-এর মান 1
2. \((cos0°\times cos1°\times cos2°\times cos3° \) \(\times ...\times cos90°)\)-এর মান \(1\)
3. (cos0°xcos1°xcos2°x... *cos90°) এর মান ।
4. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের \(\angle\)A=120° হলে \(\angle\)C এর বৃত্তীয় মান∶
(a) \(\cfrac{π}{3}\) (b) \(\cfrac{π}{6}\) (c) \(\cfrac{π}{2}\) (d) \(\cfrac{2π}{3}\)
5. \(5x^2+9x+3=0\) সমীকরণের বীজদ্বয় α এবং β হলে, \(\cfrac{1}{α}+\cfrac{1}{β}\) এর মান কত?
(a) 3 (b) -3 (c) \(\cfrac{1}{3}\) (d) -\(\cfrac{1}{3}\)
6. AB, CD দুটি সমান্তরাল জ্যা-এর: প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব –
(a) 12 সেমি (b) 16 সেমি (c) 20 সেমি (d) 5 সেমি
7. \(3x^2+8x+2=0\) সমীকরণের বীজদ্বয় α এবং β হলে, \((\cfrac{1}{α}+\cfrac{1}{β})\) এর মান –
(a) -\(\cfrac{3}{8}\) (b) \(\cfrac{2}{3}\) (c) -4 (d) 4
8. 2cosθ =1 হলে,θ-এর মান -
(a) 10° (b) 15° (c) 60° (d) 30°
9. 2√6 এর একটি করণী নিরসক উৎপাদক √2x হলে x এর মান হবে
(a) 2 (b) 3 (c) 6 (d) √6
10. PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক হলে \(\angle\)P এর মান
(a) 45° (b) 60° (c) 90° (d) 75°
11. একটি আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা,তলের সংখ্যা এবং ধারের সংখ্যা যথাক্রমে p,q,r হলে \(\cfrac{3(p+r)}{2q}\) এর মান
(a) 10 (b) 12 (c) 5 (d) 6
12. (sin43°cos47°+cos43°sin47°)এর মান
(a) 0 (b) 1 (c) sin4° (d) cos4°
13. \(3x^2+8x+2=0\) সমীকরণের বীজদ্বয় \(α\) ও \(β\) হলে \(\cfrac{1}{α}+\cfrac{1}{β}\) এর মান
(a) \(-\cfrac{3}{8}\) (b) \(\cfrac{2}{3}\) (c) -4 (d) 4
14. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের \(\angle\)A=120° হলে \(\angle\)C এর বৃত্তীয় মান
(a) \(\cfrac{π}{2}\) (b) \(\cfrac{π}{3}\) (c) \(\cfrac{π}{6}\) (d) \(\cfrac{π}{4}\)
15. উচ্চ সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে, x-এর মান
(a) 22 (b) 21 (c) 20 (d) 24
16. (√125 – √5)-এর মান
(a) √120 (b) √80 (c) √100 (d) 5√5
17. 16. 15, 17, 16, 15, x, 19, 17, 14-এর সংখ্যাগুরু মান 15 হলে, x-এর মান
(a) 15 (b) 16 (c) 17 (d) 19
18. PQRS একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। PQ বৃত্তের একটি ব্যাস এবং PO|| SR যদি \(\angle\)QRS= 110° হয়, তবে \(\angle\)QSR-এর মান
(a) 20° (b) 25° (c) 30° (d) 40°
19. যদি \(u_i=\cfrac{x_i-35}{10}\) ,\(∑f_i u_i=30\) এবং \(∑f_i=60\) হয়, তবে \(\bar{x}\) এর মান –
(a) 40 (b) 20 (c) 80 (d) কোনোটিই নয়
20. একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে \(\cfrac{S^3}{V^2}\) এর মান –
(a) 4π (b) 12π (c) 36π (d) 72π
21. tanθ + cotθ =2 হলে tanθ - cotθ এর মান হবে
(a) 2 (b) 0 (c) -2 (d) \(\cfrac{1}{2}\)
22. \(3x^2-5x+b=0\) সমীকরণের বীজদ্বয়ের গুণফল \(4\) হলে \(b\) এর মান হবে –
(a) \(\cfrac{5}{3}\) (b) \(\cfrac{3}{5}\) (c) 12 (d) -12
23. \( tan A tan B =1\) হলে \(tan\cfrac{(A+B)}{2}\) এর মান হবে
(a) 1 (b) √3 (c) \(\cfrac{1}{√3}\) (d) কোনোটিই নয়
24. 8 এবং 12-এর তৃতীয় সমানুপাতী –
(a) 12 (b) 16 (c) 18 (d) 20
25. O কেন্দ্রীয় বৃত্তে \(\bar{AB}\) একটি ব্যাস। \(\bar{AB}\) ব্যাসের বিপরীত পার্শ্বে পরিধির ওপর C এবং D এরূপ দুটি বিন্দু যেন \(\angle\)AOC=130° এবং \(\angle\)BDC=x° হলে x এর মান-
(a) 25° (b) 50° (c) 60° (d) 65°
26. tanθcos60° = \(\cfrac{√3}{2}\) হলে sin(θ–15°) এর মান-
(a) \(\cfrac{1}{√2}\) (b) 1 (c) √2 (d) 0
27. O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, P বৃত্তস্থ বিন্দু, \(\angle\)AOP = 10৪° হলে \(\angle\)BPO এর মান হবে
(a) 54° (b) 72° (c) 36° (d) 27°
28. যদি \(x =\sqrt{ 7 + 4√3}\) হয়, তাহলে \(x-\cfrac{1}{x}\) এর মান হবে-
(a) 2 (b) 2√3 (c) 4 (d) 2-√3
29. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের \(\angle\)A=120°, \(\angle\)C-এর বৃত্তীয় মান-
30. 16, 15, 17, 16, 15, x, 19,17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত?