বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3 \(\frac{3}{4}\)% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি।


ধরি, অমলবাবুর মূলধন \(x\) টাকা
সুদের হার হ্রাস পায় (4%-\(3\frac{3}{4}\)%)=\(\cfrac{1}{4}\)%
\(\therefore \) প্রশ্নানুসারে, \(\cfrac{x\times 1\times \cfrac{1}{4}}{100}=60\)
বা, \(x=60\times 100\times 4=24000\)

\(\therefore\) অমলবাবুর মূলধন 24000 টাকা ।

Similar Questions