একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতাবিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে, উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি।
ধরি,লম্ব বৃত্তাকার শঙ্কু ও বক্রতলের ভূমিতলের ব্যাসার্ধ \(r\) একক এবং উচ্চতা \(h\) একক
∴লম্ব বৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা \((l)=\sqrt{r^2+h^2}\) একক
প্রশ্নানুসারে, \(πrl:2πr h=5:8 \)
বা, \(πr \sqrt{r^2+h^2} : 2πrh=5:8 \)
বা, \(\sqrt{r^2+h^2} : 2h=5:8 \)
বা, \(\cfrac{\sqrt{r^2+h^2}}{2h}=\cfrac{5}{8}\)
বা, \(8\sqrt{r^2+h^2 }=10h\)
বা, \(64(r^2+h^2 )=100h^2 \)
বা, \(64r^2=100h^2-64h^2 \)
বা, \(\cfrac{r^2}{h^2} =\cfrac{36}{64} \)
বা, \(\cfrac{r}{h}=\sqrt{\cfrac{9}{16}} \)
বা, \(r:h=3:4 \)
∴ উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার
অনুপাত \(3:4\)