একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমান করি যে AC=DB


চিত্রে O কেন্দ্রীয় দুটি বৃত্তকে একটি সরলরেখাটি যথাক্রমে A,B এবং C,D বিন্দুতে ছেদ করেছে। প্রমান করতে হবে যে,AC=DB

অঙ্কনঃ O বিন্দু থেকে AB এর অপর একটি লম্ব OP অঙ্কন করা হল।

প্রমানঃ যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে। তাই P,AB এর মধ্যবিন্দু।

∴CP=PD এবং AP=PB
∵AP=PB
বা,AC+CP=PD+DB
বা,AC=DB [∵CP=PD](প্রমানিত)


Similar Questions