আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি. এবং তির্যক উচ্চতা 24 সেমি.। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
Loading content...
লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ \((r)=15\) সেমি
তির্যক উচ্চতা \( (l)=24\) সেমি
∴লম্ব বৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল
\(=π×15×24\) বর্গ সেমি
\(=\cfrac{22}{7}×15×24\) বর্গ সেমি
\(=1131.43 \)বর্গ সেমি (প্রায়)
লম্ব বৃত্তাকার শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল
\(=π×15×(15+24)\)বর্গ সেমি
\(=\cfrac{22}{7}×15×39\) বর্গ সেমি
\(=1838.57 \)বর্গ সেমি (প্রায়)
∴ লম্ব বৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল \( 1131.43\) বর্গ সেমি (প্রায়) এবং সমগ্রতলের ক্ষেত্রফল \(1838.57\) বর্গ সেমি (প্রায়)।
🚫 Don't Click. Ad Inside 😈