আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত পাব হিসাব করে লিখি।


আসল \((p)=5000\) টাকা,
সময় \((n)=2\) বছর
সুদের হার \((r)=8.5\%\)

\(∴ 2\) বছরে সমূল চক্রবৃদ্ধি \(=p\left(1+\cfrac{r}{100}\right)^n\)
\(= 5000×\left(1+\cfrac{8.5}{100}\right)^2\)
\(=5000×\left(1+\cfrac{85}{100×10}\right)^2\)
\(=5000×\left(\cfrac{1000+85}{1000}\right)^2\)
\(=5000×\cfrac{1085}{1000}×\cfrac{1085}{1000}\)
\(=5886.13 \) টাকা (প্রায়)

\(∴2\) বছরের শেষে সুদে আসলে মোট \(5886.13 \) টাকা পাওয়া যাবে ।

Similar Questions