p:q=5:7 এবং p-q=-4 হলে, 3p+4q এর মান নির্ণয় করি ।
\(p:q=5:7\)
ধরি, \(p=5k\) এবং \(q=7k\)
[যেখানে, \(k\) একটি বাস্তব সংখ্যা এবং \(k≠0\)]
\(∵p-q=-4 \)
বা, \(5k-7k=-4 \)
বা, \(-2k=-4 \)
বা, \(k=2\)
\(∴p=5×2=10\) এবং \(q=7×2=14\)
\(∴3p+4q=3×10+4×14=30+56\)
\(=86\) (Answer)