একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান । অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি ।


ধরি, অর্ধগোলকের ব্যাসার্ধ \(r_1\) একক এবং গোলকের ব্যাসার্ধ \(r_2\) একক
\(\therefore \) প্রশ্নানুসারে, \(3\pi r_1^2=4\pi r_2^2 \)
বা, \(\cfrac{r_1^2}{r_2^2}=\cfrac{4}{3}\)
বা, \(\cfrac{r_1}{r_2}=\cfrac{2}{\sqrt3}\)
\(\therefore r_1:r_2=2:\sqrt3\)

Similar Questions