1. 6,7,x,8,y,14 সংখ্যাগুলির গড় 9 হলে∶
(a) x+y=21 (b) x+y=19 (c) x-y=21 (d) x-y=19
2. 6, 7,x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে –
(a) x+y=21 (b) x+y=29 (c) x-y=21 (d) x+y=19
3. 16. 15, 17, 16, 15, x, 19, 17, 14-এর সংখ্যাগুরু মান 15 হলে, x-এর মান
(a) 15 (b) 16 (c) 17 (d) 19
4. নীচে প্রদত্ত মানসমূহের যৌগিক গড় \(9.5\) হলে \(x\) এর মান নির্ণয় করো : \(12, 6, 7, 3, x, 10, 18, 5\)
5. একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া গেল, নম্বরের গড় হল 10
6. 7, 5, 2, 10, x, 6, 4, y, 8, 1 তথ্যের যৌগিক গড় 5 হলে x+y=?
7. 6, 7, 8, 8, 9, 15, 10, 15, 20, 19, 25, 24, 21 সংখ্যাগুলির মধ্যমা. কত হবে-
(a) 10 (b) 15 (c) 9 (d) 19
8. 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 18 এই রাশিগুলির মধ্যমা হবে –
(a) 10 (b) 11 (c) 10.5 (d) 11.5
9. 16, 15, 17, 16, 15, x, 19,17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত?
10. 6, 7. x, 8, y. 16 সংখ্যাগুলির গড় 9 হলে — Madhyamik 2018
(a) x + y = 21 (b) x + y = 17 (c) x - y = 21 (d) x - y = 19
11. 16,15,16,16,15,x,19,17,14 তথ্যগুলির সংখ্যাগুরুমান 16 হলে x এর মান হবে -
12. 7, x-3, 10, x+3 এবং x-5 সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে, মধ্যমা হবে
(a) 16 (b) 10 (c) 18 (d) 24
13. কতগুলি শিক্ষার্থীর বয়স যথাক্রমে 10, 11, 9, 7, 13, 8, 14 বছর হলে, তাদের মধ্যমা _____
14. নীচের তথ্যের সংখ্যাগুরুমান নির্ণয় করি। 15, 11, 10, 8, 15, 18, 17, 15, 10, 19, 10, 11, 10, 8, 19, 15, 10, 18, 15, 3, 16, 14, 17, 2
15. 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরুমান 15 হলে x-এর মান
16. 16, 15, 17, 16, 15, x, 19 তথ্যের সংখ্যাগুরুমান 15 হলে, x এর মান
17. 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান হবে 15।