বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো । Madhyamik 2019


সুদের হার\((r)=5\%\)
সময়\((t)=\cfrac{1}{12}\) বছর
সুদের পরিমান \((I)=1\) টাকা

\(\therefore \) আসল \((p)=\cfrac{100\times I}{rt}\) টাকা
\(=\cfrac{100×1}{5\times \cfrac{1}{12}}\) টাকা
\(=\cfrac{1200}{5}\) টাকা \(=240\) টাকা

\(\therefore \) বার্ষিক \(5\%\) সরল সুদের হারে \(240\) টাকার মাসিক সুদ \(1\) টাকা হবে ।

Similar Questions