পাশের চিত্রে, ∠ABC = 90° এবং BD \(\bot\) AC; যদি BD = 8 সেমি. এবং AD = 4 সেমি. হয়, তাহলে CD-এর দৈর্ঘ্য কত তা লিখি।
চিত্র থেকে পাই,∆ADB~∆BDC
\(∴ \cfrac{AD}{BD}=\cfrac{BD}{CD}\)
বা, \(\cfrac{4}{8}=\cfrac{8}{CD}\)
বা, \(CD=\cfrac{8×8}{4}=16\)
∴CD এর দৈর্ঘ্য 16 সেমি