কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100π ঘন সেমি. এবং উচ্চতা 12 সেমি. হলে, শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি।
ধরি,শঙ্কুর ব্যাসার্ধ \(=r\) সেমি
∴শঙ্কুর আয়তন \(=\cfrac{1}{3} πr^2×12\) ঘন সেমি ।
শর্তানুসারে, \(\cfrac{1}{3} πr^2×12=100π\)
বা, \(4πr^2=100π \)
বা, \(r^2=25\)
বা, \(r=±5\)
∴কিন্তু যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ ঋণাত্বক হতে পারে না,তাই
শঙ্কুর ব্যাসার্ধ=5 সেমি
∴শঙ্কুর তির্যক উচ্চতা \((l)= \sqrt{12^2+5^2}\) সেমি
\(=\sqrt{144+25}\) সেমি
\(=\sqrt{169}\) সেমি
\(=13\) সেমি
∴শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি