একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুন করলে গোলকটির আয়তন দ্বিগুন হবে ।


বিবৃতিটি মিথ্যা


ধরি, আগে ব্যাসার্ধ ছিল \(r\) একক এবং এখন ব্যাসার্ধ হল \(2r\) একক
আগে আয়তন \((v_1)=\cfrac{4}{3}\pi r^3\) ঘন একক

এখন আয়তন \((v_2)=\cfrac{4}{3}\pi (2r)^3\) ঘন একক
\(=\cfrac{4}{3}\pi \times 8r^3\) ঘন একক
\(=8\times \cfrac{4}{3}\pi r^3\) ঘন একক \(=8v_1\)

Similar Questions