বার্ষিক কত হার সুদে 900 টাকার 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে ?
Madhyamik 1980
ধরি, বার্ষিক সুদের হার \(x\%\)
\(\therefore\) প্রশ্নানুসারে, \(\cfrac{900\times 4\times x}{100}=\cfrac{720\times 6\times 5}{100}\)
বা, \(900\times 4\times x=720\times 6\times 5\)
বা, \(x=\cfrac{720\times 6\times 5}{900\times 4}\)
বা, \(x=6\)
\(\therefore\) বার্ষিক সুদের হার \(6\%\)