দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত?
Madhyamik 2017
ধরি, দ্বিতীয় ত্রিভূজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য \(x\) সেমি ।
\(\therefore \cfrac{9}{x}=\cfrac{20}{16}\)
বা, \(20x=9\times 16\)
বা, \(x=7.2\)
\(\therefore\) দ্বিতীয় ত্রিভূজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি ।