ঊর্ধ ক্রমানুসারে সাজানো 8,9,12,17, x+2, x+4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান _____
Madhyamik 2024
ঊর্ধ ক্রমানুসারে সাজানো 8,9,12,17, x+2, x+4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান 21
এখানে \(n=10\)
\(\therefore\) মধ্যমা = (পঞ্চম রাশি+ষষ্ঠ রাশি)/2
\(=\cfrac{(x+2)+(x+4)}{2}\)
\(\therefore\) প্রশ্নানুসারে, \(\cfrac{(x+2)+(x+4)}{2}=24\)
বা, \(\cfrac{2x+6}{2}=24\)
বা, \(x+3=24\)
বা, \(x=24-3=21\)
\(\therefore\) নির্ণেয় মান \(x=21\)