\((a-2)x^2+3x+5=0\) সমীকরণটি \(a\) এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি । (a) \(a=0\) (b) \(a=2\) (c) \(a=4\) (d) \(a=-2\)

Answer: B
\((a-2)x^2+3x+5=0\)
\((a-2)x^2+3x+5=0\) সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি \(x^2\) এর সহগ 0 হয় ।
অর্থাৎ যদি \(a-2=0\) হয় ।
অর্থাৎ, \( a=2\) হয় ।

Similar Questions