যদি \(b∝a^2\) হয় এবং \(a\) এর বৃদ্ধি \(2:3\) অনুপাতে হয়, তাহলে \(b\) এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো।
Madhyamik 2023
\(\because b\propto a^2\, \, \therefore b=ka^2\) [\(k\) অশূন্য ভেদ ধ্রুবক]
\(\because a\) এর বৃদ্ধি 2:3 হারে হয়।
সুতরাং, ধরি \(a\) এর প্রাথমিক মান \(2m\) এবং বর্ধিত মান \(3m\)
\(\therefore\) বৃদ্ধির আগে \(b=k\cdot (2m)^2 = 4km^2\)
এবং বৃদ্ধির পরে, \(b=k\cdot (3m)^2=9km^2\)
\(\therefore b\) এর বৃদ্ধির অনুপাত=\(\cfrac{4km^2}{9km^2}=4:9\)
\(\therefore b\) এর বৃদ্ধি 4:9 অনুপাতে হবে ।