তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করি যে, ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।


A,B এবং C কেন্দ্রীয় তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করেছে।
প্রমান করতে হবে যে AB=BC=CA

প্রমানঃ যেহেতু বৃত্ত তিনটি পরস্পরকে স্পর্শ করেছে, সুতরাং তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে।

ধরি,বৃত্ত তিনটির ব্যাসার্ধ=r
∴AB=2r,BC=2r এবং CA=2r
∴AB=BC=CA (প্রমানিত)

Similar Questions