60 সেমি. এবং 0.6 মিটার - কে অনুপাতে প্রকাশ করি ও অনুপাতটি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি।


0.6 মিটার=0.6×100 সেমি=60 সেমি

∴60 সেমি এবং 0.6 মিটারের অনুপাত
= 60:60
=1:1

∵অনুপাতটির পূর্বপদ এবং উত্তরপদ সমান,তাই এটি একটি সাম্যানুপাত ।

Similar Questions