যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি ।


আসল \((p)=800\) টাকা
সুদের হার \((r)=10%\)
সুদের পরিমান \((I)=(1200-800)\) টাকা \(=400\) টাকা

∴সময় \((t)=\cfrac{100×I}{pr}\) বছর
\(=\cfrac{100×400}{800×10}\) বছর \( =5\) বছর

∴ঐ \(800\) টাকা ব্যাংকে \(5\) বছরের জন্য জমা ছিল ।

Similar Questions