1.2 কিগ্রা. এবং 60 গ্রাম - কে অনুপাতে প্রকাশ করি ও অনুপাতটি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি।


1.2 কিগ্রা=1.2×1000 গ্রাম=1200 গ্রাম

∴ 1.2 কিগ্রা এবং 60 গ্রামের অনুপাত
=1200:60
=20:1

∵ \(\frac{20}{1}\gt 1\),তাই অনুপাতটি গুরু অনুপাত ।

Similar Questions