একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর \(\cfrac{2π}{5}\) হলে, ষষ্টিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি।
সমকোণী ত্রিভূজের সূক্ষ্মকোণ দুটির অন্তর \(=\cfrac{2π}{5}\)
\(=180°×\cfrac{2}{5}=72°\)
ধরি,একটি কোণ \(=x\)
শর্তানুসারে, \(x+x+72°=90° \)
বা, \(2x=90°-72° \)
বা, \(x=\cfrac{18°}{2} \)
বা, \(x=9°\)
∴অপর কোণটির মান \(=9°+72°=81°\)
∴ষষ্টিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান \( 9°\) এবং \(81°\)