1. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো । Madhyamik 2019
2. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 10 টাকা হবে তা নির্ণয় করাে।
3. 6% বার্ষিক সরল সুদের হারে \(x\) টাকার সুদ কত বছরে \(\cfrac{9x}{25}\) টাকা হবে তা নির্ণয় করো।
(a) 6 বছর (b) 8 বছর (c) 10 বছর (d) 12 বছর
4. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি ।
5. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করো।
6. বিমলকাকু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
7. কোনো ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে এক ব্যক্তি বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি, 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে ব্যক্তিটি সুদে-আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো।
8. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করাে।
9. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স। 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান। হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করাে।
10. বিমলবাবু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাঙ্কে বার্ষিক 5% সরল সুদের হার এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন তা নির্ণয় করাে।
11. বার্ষিক শতকরা 12% সরলসুদের হারে কত টাকার মাসিক সুদ 100 টাকা হবে।
12. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে?
13. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে তাহা নির্ণয় করো। Madhyamik 2023
14. দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যাবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি ।
15. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করি।
16. বিমলকাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে-আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং | মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
17. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80000 টাকার \(2\cfrac{ 1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তা হিসাব করে লিখি ।
18. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা –
(a) 120 টাকা (b) 200 টাকা (c) 240 টাকা (d) 20 টাকা
19. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা \(n\) বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে নির্ণয় করো।
20. সুবীরবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন 6,00,000 টাকা পেলেন। ঐ টাকা তিনি এমন ভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাঙ্কে আমানত করতে চান, যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 34,000 টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 5% হয় তবে তিনি কোথায় কত টাকা রাখবেন নির্ণয় করো।
21. অমলবাবু তাঁর 13 বছর ও 15 বছরের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করে যান যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরলসুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলের বরাদ্দ টাকার পরিমাণ কি হবে?
22. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে তা নির্ণয় করাে।
23. কোনাে মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে তিনগুণ হবে তা নির্ণয় করাে।
24. অনিলবাবু তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কি?
25. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথমদিন 1000 টাকা করে জমা করে। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 5% হলে, 6 মাস শেষে সুদে-আসলে কত হবে।
26. রােকেয়া এই শর্তে ব্যাঙ্ক থেকে লােন নেয় যে, সে প্রতি দুই বছর অন্তর বার্ষিক 10% সরল সুদের হারে সুদ এবং আসলের \(\frac{1}{5}\) অংশ পরিশােধ করবে। দুই বছর বাদে প্রথম কিস্তি বাবদ যদি 10,000 টাকা শােধ করে থাকে, তাহলে সে কত টাকা ধার করেছিল তা নির্ণয় করাে।
27. বিমলকাকু তার 13 ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে ভাগ করে ব্যাঙ্কে রাখলেন যে তাদের বয়স যখন 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল এর পরিমাণ সমান হবে। তিনি কার নামে কত টাকা জমা রেখেছিলেন।
28. 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি ।
29. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ-আসলের\(\frac{2}{5}\) অংশ হবে তা নির্ণয় করি।
30. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে, তা | হিসাব করে লিখি।
31. কত টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 1 দিনের সুদ 1 টাকা হবে?
(a) 7300 টাকা (b) 1825 টাকা (c) 3650 টাকা (d) 10950 টাকা
32. বার্ষিক 5% সরল সুদের হারে 6000 টাকার সুদ 1500 টাকা হতে কত বছর লাগবে?
(a) 3 বছর (b) 30 বছর (c) 5 বছর (d) 15 বছর
33. কোনো আসলের বার্ষিক সরল সুদের পরিমান তার \(\cfrac{1}{9} \) অংশ হলে 4 বছরে কত টাকার সবৃদ্ধিমূল 1326 টাকা হবে?
(a) 1080 টাকা (b) 1120 টাকা (c) 918 টাকা (d) 750 টাকা
34. রেখাদিদি অবসর নেবার সময় 100000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে রেখে প্রতিবছর সুদ বাবদ 5400 টাকা পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন?
35. উদয়বাবু এক ব্যক্তিকে বার্ষিক ৪% সরল সুদে কিছু টাকা 4 বছরের জন্য ও অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ধার দিলেন। তিনি প্রথম ব্যক্তির অপেক্ষা দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে 960টাকা বেশি সুদ পেলেন, উদয়বাবু মোট কত টাকা ধার দিয়েছিলেন তা নির্ণয় করো।
36. একজন কৃষক গ্রামের পোষ্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন । 4 বছর পর জানতে পারলেন তাঁর টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার \(\frac{6}{25}\) অংশ সুদ হিসাবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পােস্ট অফিস বার্ষিক কী হারে সরল সুদ দিয়েছে? Madhyamik 2014
37. এক ব্যক্তি 28,000 টাকা তাঁর 13 বছরের ছেলে ও 15 বছরের মেয়ের জন্য এরূপ নির্দেশ দিয়ে গেলেন যে, 18 বছর বয়সে তাদের নিজ নিজ বন্টনের উপর বার্ষিক 10% সরল সুদে প্রাপ্য টাকা সুদে-আসলে সমান হবে। তাদের প্রত্যেকের জন্য বন্টিত টাকার পরিমান নির্ণয় করো । Madhyamik 2008
38. এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25000 টাকার মধ্যে 15000 টাকা পরিশোধ করেন। তাঁর সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন ? Madhyamik 2007
39. একজন চাষী প্রতিমাসের প্রথম দিনে পোস্ট-অফিসে 100 টাকা করে জমা দেন । পোস্ট-অফিসের বার্ষিক সুদের হার 5% হলে বৎসরান্তে তার সুদে-মূলে কত টাকা প্রাপ্য হবে ? Madhyamik 1979
40. বার্ষিক কত হার সুদে 900 টাকার 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে ? Madhyamik 1980
41. রমেনবাবু মােট 3.70,000 টাকা তিনটি ব্যাঙ্কে জমা রাখেন। তিনটি ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%, 1 বছর পর তাঁর তিনটি ব্যাঙ্কে মােট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন?
42. বার্ষিক 5% সরল সুদের হারে \(x\) টাকার মাসিক সুদ 1 টাকা হলে \(x\)-এর মান –
(a) 200 টাকা (b) 220 টাকা (c) 240 টাকা (d) 260 টাকা
43. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। Madhyamik 2022
44. যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
45. কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূল 560 টাকা হলে, ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
46. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 1248 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 1056 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
47. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
48. কোনো মূলধন বার্ষিক 6 \(\frac{1}{4}\)% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি ।
49. বিমলবাবু তাঁর 13 বছরের ছেলে এবং 15 বছরের মেয়ের জন্য 5,600 টাকা ব্যাঙ্কে 10% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন।
50. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11664 টাকা হবে তা নির্ণয় করাে
51. জয়ন্তবাবু একটি মাসিক প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা দেন। বার্ষিক সরল সুদের হার 5% হলে বছরের শেষে জয়ন্তবাবু সুদে-আসলে কত টাকা পাবেন?
52. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 100 টাকা জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন।
53. সুদীপবাবু 7800 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 5%, 4%, 10% ও 12% হলে, 4 বছর পর 7800 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 10,493.68 টাকা (b) 10,000 টাকা (c) 14,936 টাকা (d) কোনােটিই নয়
54. বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে।
55. একই সময়ে অমল রায় ব্যাঙ্কে এবং পশুপতি ঘােষ পােষ্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে?
56. ঈশান একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 1000 টাকা করে জমা দেয়। বার্ষিক সরল সুদের হার 5% হলে, 9 মাস শেষে সুদে-আসলে ঈশান কত টাকা পাবে?
57. বার্ষিক ৪% সরল সুদের হারে কত বছরে 1200 টাকার সুদ 64 টাকা হবে ?
58. বার্ষিক 4% হারে কোনও মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অস্তর ৪0 টাকা। মূলধন নির্ণয় করো।
59. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
60. 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে ? Madhyamik 2022
61. উৎপলবাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে-আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি।
62. গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাঁকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি।
63. একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোষ্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোষ্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি ।
64. আসলামচাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
65. রহমতচাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 240000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়িভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি।
66. রথীনবাবু তাঁর দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 120000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি ।
67. কোনো মূলধন বার্ষিক 6 \(\frac{1}{4}\)% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি ।
68. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\frac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করি ।
69. ফতিমাবিবি একটি মাসিক সঞ্জয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন হিসাব করি।
70. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে | বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে-আসলে কত টাকা পাবে হিসাব করি।
71. রমেনবাবু মােট 370000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 40%, 5% এবং 6%; 1 বছর পর তার তিনটি ব্যাংকে মােট সুদের পরিমাণ সমান হয় । | তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
72. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি ।
73. 10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি ।
74. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
75. গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5,00,000 টাকা পেলেন । ঐ টাকার কিছুটা ব্যাঙ্ক ও বাকিটা পোষ্ট অফিসে জমা রাখেন । প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2% । তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো । Madhyamik 2024
76. বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখেন। 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন যেখানে আসল, সুদ-আসল থেকে 12,500 টাকা কম?
77. বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ \(\cfrac{x}{10}\) টাকা হলে আসল হবে
(a) 2x টাকা (b) 4x টাকা (c) 10x টাকা (d) 20x টাকা
78. বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকা 5 বছরে সুদে-আসলে 360 টাকা হবে?
(a) 300 টাকা (b) 320 টাকা (c) 280 টাকা (d) 340 টাকা
79. 5000 টাকা বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে বৃদ্ধি পেয়ে 7400 টাকা হবে
(a) 3 বছরে (b) 4 বছরে (c) 5 বছরে (d) 6 বছরে
80. বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা 4 বছরে সুদেমূলে 14000 টাকা হবে?
(a) 12500 টাকা (b) 12000 টাকা (c) 12600 টাকা (d) 10000 টাকা
81. বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা সুদে আসলে \(\cfrac{7}{5}\) গুন হবে ?
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর
82. সুদের হার 5% বাড়লে 4000 টাকার সরল সুদের পরিমান 800 টাকা বাড়ে। সময়ের পরিমান কত ?
83. কিছু পরিমাণ টাকা বার্ষিক সরলসুদের হারে ৪ বৎসরে সুদে আসলে 700 টাকা দাঁড়ায় এবং এই সময়ে সুদের পরিমাণ আসলের 40% হয়। মূলধনের পরিমান হবে
(a) 500 টাকা (b) 400 টাকা (c) 600 টাকা (d) 300 টাকা
84. একই হারে 850 টাকার 3 বৎসরের সুদ এবং 1250 টাকার 4 বৎসরের সুদ একত্রে 302 টাকা হলে বার্ষিক সুদের হার হবে
(a) 3% (b) 5% (c) 7% (d) কোনোটিই নয়
85. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
86. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তত 80 টাকা হবে ? Madhyamik 2017 , 2010
87. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরের সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ _____ টাকা হবে । Madhyamik 2018
88. বার্ষিক সরল সুদের হার \(4\%\) থেকে \(3\frac{3}{4}\%\) হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয় । ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো । Madhyamik 2018
89. বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা । Madhyamik 2019
90. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদে আসলে হলো \(\left(2p+\cfrac{prt}{100}\right)\) টাকা । Madhyamik 2020
91. একজন লােক বছরে 7% সরল সুদে, 4,000 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক এক বছর পরে বছরে ৪% সরল সুদে 4,000 টাকার দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ঐ দুই ঋণের সুদ সমান হবে? Madhyamik 2015
92. এক ব্যক্তি তাঁর 12 এবং 14 বছরের দুই ছেলের জন্য 18,750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরলসুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গিয়েছিলেন? Madhyamik 2012
93. এক ভদ্রলোক তাঁহার সঞ্চয়ের একটি অংশ ব্যাঙ্কে এবং বাকী অংশ পোষ্ট অফিসে সরল সুদে জমা রাখেন । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 10% এবং 8% এবং তাহার মোট সঞ্চয়ের পরিমান 57000 টাকা । যদি তিনি সব টাকা ব্যাঙ্কে রাখিতেন, তা হলে তিনি আরো 500 টাকা বেশি পেতেন । পোষ্ট অফিস ও ব্যাঙ্কে তার জমা টাকার পরিমান কত ছিল ? Madhyamik 2002
94. একই সরল সুদের হারে 1200 টাকা 4 বছরের জন্য এবং 2000 টাকা 3 বছরের জন্য কোনো ব্যাঙ্কে রাখা হল । মোট সুদের পরিমান 594 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত ? Madhyamik 1982
95. বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি সুদের কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 315.25 টাকা হবে?
96. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
97. একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। কত বছরে একই হার সুদে তা চারগুণ হবে?
(a) 12 (b) 14 (c) 15 (d) 16
98. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার \(10\) বছরের সুদ,সুদ-আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
99. বার্ষিক সরল সুদের হার \(4\%\) থেকে \(3\frac{3}{4}\%\) হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 600 টাকা কম হয় । ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো ।
100. নির্দিষ্ট পরিমাণ টাকার, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে -- বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পরিমাণ সমান হবে।
101. কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো।
102. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করাে।
103. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
104. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার \(6\) বছরের সুদ আসলের \(\cfrac{18}{25}\) অংশ হবে?
105. যদি বার্ষিক 5% সুদের হারে কোনাে নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত?
106. 10% বার্ষিক সুদের হারে 100 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে –
(a) 10:11 (b) 11:10 (c) 20:21 (d) 21:20
107. বার্ষিক \(\cfrac{a}{5}\)% সরল সুদের হারে \(a^2\) টাকার \(\cfrac{a}{3}\) বছরের সুদ এই টাকা হলে \(\cfrac{a^3}{60}\) এর মান কত?
108. বার্ষিক সরল সুদের হার কত হলে 140 টাকার 5 বছরের সুদ 63 টাকা হবে?
(a) 9% (b) 10% (c) 6% (d) 5%
109. কোনাে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক 5% হারে 8 বছরের সুদ, বার্ষিক 7% হারে 4 বছরের সুদের থেকে 246 টাকা। বেশি হলে আসলের পরিমাণ কত?
(a) 5020 টাকা (b) 2000 টাকা (c) 2050 টাকা (d) 2005 টাকা
110. কত টাকা বার্ষিক 4% সরল সুদের হারে 6 বছরে 930 টাকা হবে ?
(a) 890 টাকা (b) 750 টাকা (c) 690 টাকা (d) 520 টাকা
111. বার্ষিক সুদের হার 5% এবং সুদ 4 মাস অন্তর দেয় হলে, 4800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
(a) 254 টাকা (b) 244.02 টাকা (c) 444.02 টাকা (d) 344 টাকা
112. বার্ষিক 5% সুদের হারে 2100 টাকার 3 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 13 টাকা (c) 16.01 টাকা (d) কোনােটিই নয়
113. বার্ষিক 20% সুদের হারে কত টাকার 3 বছরের সুদ ও সরলসুদের পার্থক্য 1024 টাকা ?
(a) 2800 টাকা (b) 1100 টাকা (c) 8000 টাকা (d) 3000 টাকা
114. কোনাে ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি ৪,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে ব্যাঙ্ক থেকে কত টাকা পাবেন?
115. রেখাদিদি তাঁর সঞ্চিত অর্থের 50000 টাকা বাঙ্কে ভাগ করে একই সঞ্চয় জমা করলেন। একটি ব্যাঙ্কের সরল সুদের হার 5% এবং অন্য ব্যাঙ্কের সরল সুদে হার 7% 2 বছর পর সুদ বাবদ মােট 6000 টাকা পেলে, কোন বাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন?
116. বার্ষিক \(5\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(80,000\) টাকার \(2\cfrac{1}{2}\%\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
117. জয়ন্তবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1500 টাকা করে জমা করেন। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 4% হলে বছরের শেষে তিনি সুদসহ কত টাকা পাবেন?
118. বার্ষিক 10% হারে 200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা।
119. এক ব্যাক্তি বার্ষিক 12% সরলসুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে একটি বাড়ি তৈরি করেন। টাকা ধার নেওয়ার 1 বছর পর প্রতি মাসে 5200 টাকায় বাড়ি ভাড়া দেন। ঋণ নেওয়ার কত বছর পর বাড়ির ভাড়ার টাকা জমিয়ে সুদে আসলে সমস্ত ঋণ শােধ করবেন?
120. বার্ষিক 5:5% সরল সুদের হারে 500 টাকার 5 বছরের সুদ 110 টাকা
121. 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে \(2\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত?
122. বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরে সমূলচক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে নির্ণয় করাে।
123. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃত্তি হার সুদে 16000 টাকার 1\(\frac{1}{2}\) বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সুদ-আসল নির্ণয় করো।
124. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়। তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত?
125. কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
126. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের' হার নির্ণয় করো।
127. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3\(\frac{3}{4}\)% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করো।
128. বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে তা নির্ণয় করো।
129. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\)অংশ হবে।
130. বার্ষিক সরল সুদের হার \(4\%\) থেকে \(3\frac{3}{4}\%\) হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয় । ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো ।
131. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় করো।
132. রেখাদিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাঙ্কে ভাগ করে জমা দিলেন। একটি ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাঙ্কটির বার্ষিক সরল সুদের হার 7%, 2 বছর পরে তিনি সুদ বাবদ 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন?
133. বার্ষিক 8\(\frac{1}{3}\)% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি ।
134. বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
135. বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুন হবে হিসাব করে লিখি ।
136. একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাঁর বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি ।
137. বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি ।
138. রেখাদিদি তার সঞ্চিত অর্থের 10000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%; 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি।
139. কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে-আসলে কত টাকা পাবেন নির্ণয় করি।
140. 5000টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি।
141. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
142. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
143. শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12100 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
144. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60500 টাকা হবে, তা নির্ণয় করি ।
145. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 300000 টাকার সমূল চক্রবৃদ্ধি 399300 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
146. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি ।
147. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে হিসাব করে লিখি।
148. 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় কর । Madhyamik 2024
149. কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে-মূলে 980 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো।
150. বার্ষিক, \(r\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(20,000\) টাকার \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি \(26,620\) হলে \(r\) এর মান নির্ণয় করো।
151. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে ৪ বছরে সুদে-আসলে 7,400 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে, মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
152. বার্ষিক \(\cfrac{a}{5}\)% সরল সুদের হারে \(a^2\) টাকা \(\cfrac{a}{3}\) বছরের সুদ\(\cfrac{a^3}{60}\)হলে \(a \)এর মান নির্ণয় করো।
153. বার্ষিক 5% হার সুদে 300 টাকার কত বছরের সুদ 120 টাকা হবে?
(a) 4 (b) 8 (c) 12 (d) 12\(\dfrac{1}{2}\)
154. বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকার 5 বছরের সুদ x টাকা হলে,আসলের পরিমাণ
155. বার্ষিক 3% সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে, আসল হবে
(a) 480 টাকা (b) 408 টাকা (c) 404 টাকা (d) 840 টাকা
156. বার্ষিক 10% সরল সুদের হারে a টাকার b মাসের সুদ –
(a) \(\cfrac{ab}{100}\) টাকা (b) \(\cfrac{ab}{120}\) টাকা (c) \(\cfrac{ab}{1200}\) টাকা (d) \(\cfrac{ab}{10}\) টাকা
157. শতকরা মাসিক 2 টাকা সুদের হারে 350 টাকার 1\(\frac{1}{3}\) বছরে সুদের পরিমান হবে-
(a) 120 টাকা (b) 112 টাকা (c) 124 টাকা (d) 130 টাকা
158. 4% সরল সুদের হারে 1250 টাকার 146 দিনের সবৃদ্ধিমূল হবে-
(a) 1270 টাকা (b) 1280 টাকা (c) 1290 টাকা (d) 1300 টাকা
159. কত বছরে 10% সরল সুদের হারে আসল এবং তা থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10:3 হবে ?
(a) 12 বছরে (b) 3 বছরে (c) 10 বছরে (d) 13 বছরে
160. সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে, বার্ষিক কত সুদের হারে, আসলের \(\cfrac{1}{25}\) অংশ সুদ হবে ?
(a) 25% (b) 10% (c) 2% (d) 2.5%
161. বার্ষিক \(6\cfrac{1}{4}\) হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা হবে ?
(a) 5840 টাকা (b) 6400 টাকা (c) 5000 টাকা (d) 6000 টাকা
162. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে ?
(a) 4 বছর (b) \(4\cfrac{1}{6}\) বছর (c) 6 বছর (d) \(6\cfrac{1}{4}\) বছর
163. একই সরল সুদের হারে কোনো আসল 5 বছরে সুদে-আসলে 7000 টাকা এবং 8 বছরে সুদে-আসলে 8200 টাকা । সুদের হার কত ?
(a) 4% (b) 6% (c) 8% (d) 10%
164. বার্ষিক 5% হারে কত বছরে 520 টাকার সবৃদ্ধিমূল 611 টাকা হবে ?
(a) 5 বছরে (b) 3\(\cfrac{1}{2}\) বছরে (c) 10 বছরে (d) 8 বছরে
165. সরল সুদের হারে 9999 টাকা দশ বছরে সুদে মুলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? Madhyamik 2016
(a) 10% (b) 25% (c) 50% (d) 100%
166. বার্ষিক শকতরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধিমূলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
(a) \(6\frac{1}{3}\%\) (b) \(6\%\) (c) \(6\frac{2}{3}\%\) (d) \(2\frac{1}{6}\%\)
167. 4% হারে 1250 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত ?
(a) 8 টাকা (b) 4 টাকা (c) 3 টাকা (d) 2 টাকা
168. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
169. একজন ব্যাঙ্কে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
170. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়।
171. আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে । যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2018
172. যদি 6 মাস অন্তর সুদ, আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 1\(\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2019
173. কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5 : 6, হলে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো । Madhyamik 2020
174. বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য এবং অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ঋণ দিলেন। বিমলবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। বিমলবাবু মােট কত টাকা ঋণ দিয়েছিলেন? Madhyamik 2013
175. একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদেমূলে 1056 টাকা এবং 7 বছরে সুদেমুলে 1248 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো । Madhyamik 2006 , 2003
176. এক ব্যক্তি বছরে 6% সরল সুদে 500 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক দুই বছর পরে, বছরে 4% সরল সুদে 900 টাকার দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ঐ দুটি ঋণের সুদ সমান হবে এবং ঋণ দুটির মােট সুদ তখন কত হবে? Madhyamik 2004
177. কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা হয়। সুদের হার 25% বৃদ্ধি করিলে ঐ টাকা একই সময়ে সুদে আসলে 980 টাকা হয়। টাকার পরিমান ও সুদের হার নির্ণয় কর । Madhyamik 2001
178. রাজু, অজয়কে 2 বছরের জন্য 400 টাকা এবং মনোজকে 4 বছরের জন্য 100 টাকা ধার দিল এবং দুজনের কাছ থেকে সমষ্টিগত ভাবে মোট সুদ হিসাবে 60 টাকা পেল । বার্ষিক সরল সুদের হার কত ?
179. কোনো মূলধন বার্ষিক 6% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে?
180. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় কর।
181. 400 টাকার 5 বছরের সুদ এবং 600 টাকার 4 বছরের সুদ একত্রে 132 টাকা। সুদের হার উভয় ক্ষেত্রে একই হলে,সুদের হার নির্ণয় করাে।
(a) 3% (b) 5% (c) 7% (d) 9%
182. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 324 টাকার সুদ 16 টাকা হবে?
(a) \(2\cfrac{2}{9}\) (b) \(2\cfrac{1}{9}\) (c) \(2\cfrac{4}{9}\) (d) \(2\cfrac{5}{9}\)
183. একই সুদের হারে 800 টাকার 3 বছরের সুদ ও 1000 টাকার 5 বছরের সুদ একত্রে 592 টাকা হয়। সুদের হার কত?
(a) 6% (b) 8% (c) 7% (d) 9%
184. এক ব্যক্তি 42000 টাকা ব্যাংকে তার 12 এবং 10 বছর বয়সের দুই পুত্রের নামে এমনভাবে জমা রাখলেন যে দুই পুত্রের 18 বছর বয়স হলে 10% সুদের হারে একই সুদ পাবে। বড়াে পুত্রের জন্য কত টাকা রেখেছিলেন?
(a) 24000 (b) 25000 (c) 26000 (d) 28000
185. এক ব্যক্তি তার 12 এবং 14 বছর বয়সী দুই মেয়ের নামে মােট 29000 টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে-আসলে সমান টাকা পাবে। বড়াে মেয়ের নামে কত টাকা রেখেছিলেন?
(a) 15000 (b) 16000 (c) 18000 (d) 20000
186. 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হলে, বার্ষিক সরল সুদের হার __।
187. বার্ষিক \(6\cfrac{1}{4}\%\) হারে সরল সুদে কোন টাকা কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
188. আমাদের তিনটি ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুত থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটির কত মিটার গভীর করতে হবে তা নির্ণয় করো।
189. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ ______।
190. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় ব্যাঙ্ক থেকে 15,000 টাকা ধার করেন। 5 বছর পর সেই ধার শােধ করতে সমিতিকে 22.125 টাকা দিতে হল। ব্যাঙ্কের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় কর।
191. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3\(\cfrac{3}{4}\)% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করাে।
192. 300 টাকার বার্ষিক 4% হারে 2 বছরের সুদ এবং 550 টাকার 5% হারে 3 বছরের সুদের পার্থক্য-
(a) 60 টাকা (b) 55 টাকা (c) 58.50 টাকা (d) কোনােটিই নয়
193. 6300 টাকাকে এমনভাবে দু-ভাগে ভাগ করা হল যে বার্ষিক 10% হারে প্রথমভাগের 6 বছরের সুদ ও বার্ষিক 15% হারে দ্বিতীয় ভাগের 3 বছরের সুদ পরস্পর সমান হয়। ভাগগুলির পরিমাণ নির্ণয় করাে।
(a) 2700 টাকা, 3600 টাকা (b) 3000 টাকা, 3300 টাকা (c) 4000 টাকা, 2300 টাকা (d) 5000 টাকা, 1300 টাকা
194. একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক 10% সুদের হারে 400 টাকা হয় এবং বার্ষিক 4% সুদের হারে 200 টাকা হয়। আসল কত?
(a) \(\cfrac{100}{6}\) টাকা (b) \(\cfrac{100}{3}\) টাকা (c) \(\cfrac{200}{3}\) টাকা (d) \(\cfrac{200}{6}\) টাকা
195. একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 5% সরল সুদের হারে 3 গুণ হলে, কত হারে 9 গুণ হবে?
(a) 10% (b) 28% (c) 24% (d) 20%
196. 5640 টাকার বার্ষিক 7% সরল সুদের হারে 5 বছরের সুদ-
(a) 2074 টাকা (b) 1974 টাকা (c) 1900 টাকা (d) 744 টাকা
197. 1413 টাকা বার্ষিক r% সরল সুদের হারে 25 বছরে 3 গুণ হলে r-এর মান কত?
(a) 8 (b) 15 (c) 20 (d) 5
198. 549 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করাে যে বার্ষিক 7% হারে প্রথম ভাগের 6 বছরের সুদ বার্ষিক 10% হারে দ্বিতীয়ভাগের 8 বছরের সুদের সমান। ভাগ দুটি নির্ণয় করাে।
(a) 320 টাকা, 229 টাকা (b) 510 টাকা, 39 টাকা (c) 360 টাকা, 189 টাকা (d) কোনােটিই নয়
199. 1098 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করাে যে বার্ষিক 5% হারে প্রথম ভাগের 9 বছরের সুদ-আসল বার্ষিক 8% হারে দ্বিতীয়ভাগের 2 বছরের সুদ-আসলের সমান। ভাগ। দুটি নির্ণয় করাে।
(a) 488 টাকা, 610 টাকা (b) 1000 টাকা, 98 টাকা (c) 900 টাকা, 198 টাকা (d) কোনােটিই নয়
200. 5 বছরের জন্য 680 টাকার বার্ষিক 3% হারে এবং 460 টাকার বার্ষিক 5% হারে সুদের পার্থক্য-
(a) 22 টাকা (b) 13 টাকা (c) 41 টাকা (d) 60 টাকা
201. রহিমবাবু তার 12 ও 16 বছরের দুই কন্যার নামে 9600 টাকা এমনভাবে ভাগ করে ব্যাংকে 5% সুদের হারে জমা রাখলেন যে দুই কন্যা প্রাপ্তবয়স্ক হওয়ার পর একই পরিমাণ টাকা পাবে। তিনি কীভাবে টাকা ভাগ করেছিলেন ?
(a) 3000 টাকা, 6600 টাকা (b) 4400 টাকা, 5200 টাকা (c) 5600 টাকা, 4000 টাকা (d) 5000 টাকা, 4600 টাকা
202. বার্ষিক 18% সরল সুদের হারে কোনাে আসল কত বছরে 6 গুণ হবে ?
(a) 25 বছরে (b) 30 বছরে (c) 31.78 বছরে (d) 27.78 বছরে
203. কত টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরে 918 টাকা এবং 13 বছরে 1122 টাকা হবে?
(a) 680 টাকা (b) 806 টাকা (c) 860 টাকা (d) কোনােটিই নয়
204. বার্ষিক 10% হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 60 টাকা (c) 70 টাকা (d) 7 টাকা
205. বার্ষিক 15% সুদের হারে কোনাে আসলের 2 বছরের সরল সুদ 160 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 205 টাকা (b) 172 টাকা (c) 200 টাকা (d) কোনােটিই নয়
206. বার্ষিক সুদের হার 16% এবং সুদ 3 মাস অন্তর দেয় হলে, 7500 টাকার 6 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 8500 টাকা (b) 9112 টাকা (c) 8112 টাকা (d) 7812 টাকা
207. 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 87.50 টাকা হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
(a) 10% (b) 25% (c) 20% (d) 15%
208. কোনো টাকার বার্ষিক 8% সুদের হারে 2 বছরের সরল সুদ 850 টাকা হলে, ওই একই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 1684 টাকা (b) 984 টাকা (c) 884 টাকা (d) কোনােটিই নয়
209. বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত ?
(a) 6250 টাকা (b) 676 টাকা (c) 6760 টাকা (d) 628 টাকা
210. বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে 3200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 3050 টাকা (b) 6250 টাকা (c) 6000 টাকা (d) 3225 টাকা
211. বার্ষিক 8% সুদের হারে 1950 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 18 টাকা (b) 12.48 টাকা (c) 48.12 টাকা (d) 24 টাকা
212. 700 টাকার 3 বছরের সরল সুদ 210 টাকা হলে বার্ষিক সুদের হার কত ?
213. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শােধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলে, বার্ষিক সুদের হার কত?
214. \(a\) টাকার \(b\) মাসের সরল সুদ \(c\) টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার হবে
(a) \(\cfrac{1200a}{bc}\%\) (b) \(\cfrac{1200c}{ab}\%\) (c) \(\cfrac{100b}{ac}\%\) (d) \(\cfrac{100ac}{ab}\%\)
215. বার্ষিক 5% হারে 1000 টাকা 18 মাসে সুদে মূলে কত টাকা হবে ?
216. বার্ষিক 10% সরল সুদের হারে কোন মূলধন কত বছরে দ্বিগুণ হবে?
(a) 5 (b) 10 (c) 15 (d) 20
217. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে?
218. সমপরিমাণ আসলের একই বার্ষিক সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত বছরে সমান হবে -
(a) 3 বছর (b) 2 বছর (c) 1 বছর (d) \(\frac{1}{2}\) বছর
219. বার্ষিক সরল সুদের হার 6% থেকে 5\(\frac{1}{2}\)% হওয়ায় এক ব্যাক্তির বার্ষিক আয় 75 টাকা কমে গেল। তিনি কত টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন?
220. কোনাে নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1020 টাকা হলে, মূলধনের পরিমাণ ও বার্ষিক সরলসুদের হার নির্ণয় করাে।
221. রামবাবু তাঁর মােট টাকা এমনভাবে ভাগ করে দুটি ব্যাঙ্কে রাখলেন যাতে 1 বছর পর দুটি ব্যাঙ্ক থেকে সমান সুদ পান। ব্যাঙ্ক দুটির বার্ষিক সুদের হার যথাক্রমে 4% ও ৪%, দ্বিতীয় ব্যাঙ্কে রাখা টাকার পরিমাণ প্রথম ব্যাঙ্কে রাখা টাকার পরিমাণের –
(a) \(\frac{1}{2}\) অংশ (b) \(\frac{1}{3}\) অংশ (c) \(\frac{1}{6}\) অংশ (d) 2 গুন
222. চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে, কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে।
223. বার্ষিক \(a\%\) সরল সুদের হারে \(b\) টাকার \(c\) মাসের সুদ
(a) \(\cfrac{abc}{1200}\) (b) \(\cfrac{abc}{100}\) (c) \(\cfrac{abc}{200}\) (d) \(\cfrac{abc}{120}\)
224. একই সুদের হারে কিছু পরিমাণ অর্থের 3 বছরের সরলসুদ 1200 টাকা ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 832 টাকা, সুদের হার ও অর্থের পরিমাণ নির্ণয় করাে।
225. বার্ষিক 6\(\frac{1}{4}\)% সরল সুদের হারে 800 টাকার 6 বছরের সুদ
(a) 300 টাকা (b) 240 টাকা (c) 250 টাকা (d) কোনােটিই নয়
226. বার্ষিক 10% সরল সুদের হারে কোনাে মূলধন 10 বছরে সুদেমূলে দ্বিগুণ হবে।
227. কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুন হবে ?
228. একই বার্ষিক সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে _____ বছরে।
229. যদি 5000 টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 5408 টাকা হয়, চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো।
230. কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে তিনগুণ হবে?
231. বার্ষিক 6\(\frac{1}{4}\)% সরল সুদের হারে কোনো মূলধন কত বছরে দ্বিগুণ হবে?
232. 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ______ । Madhyamik 2023
233. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে-আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
234. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15000 টাকা ধার করে । 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো । ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
235. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদ-আসল \((2p+\)___\()\) টাকা ।
236. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে, মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।
237. আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত পাব হিসাব করে লিখি।
238. গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবান তা হিসাব করে লিখি।
239. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে, তা নির্ণয় করি ।
240. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
241. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমান ________।
242. শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1\(\frac{1}{2}\) গুণ টাকা দিয়ে থাকলে, কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি।
243. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2\(\frac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
244. বার্ষিক r% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ, আসলের \(\cfrac{r}{100}\)
245. সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার \(1\cfrac{1}{2}\)বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40%?
246. বার্ষিক x% হারে সরল সুদে 12y টাকার 10 মাসের সুদ-আসল----- ।
247. বার্ষিক r% সুদের হারে P টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ -------- টাকা।