একটি বৃত্তে দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB=4 সেমি ও AC=3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। Madhyamik 2019


\(\because \)দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব।
আবার, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ।
\(\therefore\) সমকোণী ত্রিভূজ \(\triangle\)ABC এর অতিভূজ BC বৃত্তের ব্যাস ।
\(\therefore\) BC=\(\sqrt{4^2+3^2}=\sqrt{25}=5\)
\(\therefore\) বৃত্তের ব্যাসার্ধ =\(\frac{5}{2}\) সেমি = 2.5 সেমি ।

Similar Questions