\(4x^2+(2x-1)(2x+1)=4x(2x-1)\) এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি ।


\(4x^2+(2x-1)(2x+1)=4x(2x-1)\)
বা, \(4x^2+(2x)^2-(1)^2=8x^2-4x \)
বা, \(4x^2+4x^2-1-8x^2+4x=0 \)
বা, \(4x-1=0\)

∵এটি একটি দ্বিঘাত সমীকরন নয়,তাই এই সমীকরনটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয় ।

Similar Questions