একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65°56'55" এবং 64°3'5" হলে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি।


তৃতীয় কোণটির ষষ্টিক মান
\(=180°-(65° 56^{'}55^{''}+64°3^{'} 5^{''} )\)
\(=180°-130°=50°\)

∴তৃতীয় কোণটির বৃত্তীয় মান \(=50× \cfrac{π}{180}=\cfrac{5π}{18}\) রেডিয়ান (Answer)

Similar Questions