পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র, AC ব্যাস এবং জ্যা DE ও ব্যাস AC সমান্তরাল। \(\angle\)CBD = 60° হলে, \(\angle\)CDE-এর মান নির্ণয় করি।


A,B যুক্ত করলে \(\angle\)ABC=90°[অর্ধবৃত্তস্থ কোণ]
∴\(\angle\)ABD=90°-\(\angle\)CBD =90°-60°=30°

আবার,AD চাপের ওপর অবস্থিত
\(\angle\)ACD=\(\angle\)ABD=30°

∴\(\angle\)CDE=একান্তর\(\angle\)ACD=30° (Answer)

Similar Questions