একটি সমকোণী ত্রিভুজাকারক্ষেত্র ABC-এর অতিভুজ AC-এর দৈর্ঘ্য 100 মিটার এবং AB=50√3 মিটার হলে, \(\angle\)C এর মান নির্ণয় করি।


ধরি \(\angle C=\theta\)
\(\therefore sin \theta =\) লম্ব/অতিভূজ \(=\cfrac{AB}{AC}\)
বা, \(\sin \theta = \cfrac{50\sqrt3}{100}=\cfrac{\sqrt{3}}{2}=sin 60^o\)
\(\therefore \theta=60^o\)

\(\therefore \angle\)C এর মান \(60^o\)

Similar Questions