10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি ।
বার্ষিক \(5\%\) হারে \(10000\) টাকার \(3\) বছরের চক্রবৃদ্ধিসুদ
\(=\left[10000\left(1+\cfrac{5}{100}\right)^3-10000\right]\) টাকা
\(=\left[10000\left(1+\cfrac{1}{20}\right)^3-10000\right]\) টাকা
\(=\left[\cfrac{10000\times 21\times 21 \times 21}{20\times 20\times 20}-10000\right]\) টাকা
\(=[11576.25-10000]\) টাকা
\(=1576.25\) টাকা
বার্ষিক \(5\%\) হারে \(10000\) টাকার \(3\) বছরের সরল সুদ
\(=\cfrac{10000\times 3\times 5}{100}\) টাকা \(=1500\) টাকা
বার্ষিক \(5\%\) হারে \(10000\) টাকার \(3\) বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য \(=(1576.25-1500)\) টাকা \(=76.25\) টাকা