দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60° হলে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি।
ধরি,দুটি স্তম্ভ AB=180 মিটার এবং CD=60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া
D বিন্দু থেকে প্রথমটির চূড়া A বিন্দুর উন্নতি কোণ ∠ADB=60° আমাদের নির্ণয় করতে হবে,প্রথমটির গোড়া B বিন্দু থেকে দ্বিতীয়টির C বিন্দুর উন্নতি কোণ ∠CBD এর মান । ধরি,∠CBD=θ;
সমকোণী ত্রিভূজ ABD থেকে পাই,
\(\tan60°=\cfrac{AB}{BD}\)
বা, \(√3=\cfrac{AB}{BD}\)
বা, \(BD=\cfrac{AB}{√3}\)
বা, \(BD=\cfrac{180}{√3}=\cfrac{180×√3}{3}=60√3\)
সমকোণী ত্রিভূজ CBD থেকে পাই
\(tan∠CBD=\cfrac{CD}{BD}\)
বা, \(tanθ=\cfrac{60}{60√3}\)
বা, \(tanθ=\cfrac{1}{√3}\)
বা, \(tanθ=tan30° \)
বা, \(θ=30°\)
∴প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ \(30° \)