একটি কোণের ডিগ্রিতে মান \(D\) এবং ওই কোণের রেডিয়ানে মান \(R\) হলে, \(\cfrac{R}{D}\) -এর মান নির্ণয় করি।
আমরা জানি, \(180°=π\) রেডিয়ান
\(∴D°=\frac{Dπ}{180}\) রেডিয়ান
এখন শর্তানুসারে, \(\cfrac{Dπ}{180}=R\)
বা, \(\cfrac{R}{D}=\cfrac{π}{180}\) (Answer)