9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30° হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখি।


মনে করি,AB একটি 9√3 মিটার বাড়ি,যার ছাদ A বিন্দু থেকে কারখানার চিমনি C বিন্দুর উন্নতি কোণ 30°
এখন, চিমনির উচ্চতা=CD বাড়ি থেকে কারখানার দূরত্ব BD=30 মিটার।
A বিন্দু থেকে BD এর সমান্তরাল সরলরেখা CD কে E বিন্দুতে ছেদ করে। AE=BD=30 মিটার এবং ∠CAE=30°

ত্রিভূজ ACE থেকে ∠CAE এর পরিপ্রেক্ষিতে পাই
tan30°= লম্ব/ভূমি=\(\frac{CE}{AE}\)
বা, \(\cfrac{1}{√3}=\frac{CE}{30}\)
বা, \(CE=\cfrac{30}{√3}\)
বা, \(CE=\cfrac{30√3}{3}=10√3\)

\(∴ CD=CE+ED\)
\(=CE+AB=10√3+9√3=19√3 \)

∴চিমনির উচ্চতা \(=19√3\) মিটার ।

Similar Questions