বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ, আসলের \(\frac{1}{4}\) অংশ হবে ?
Madhyamik 2014 , 2005
ধরি, আসল \((p)=x\) টাকা
\(\therefore\) মোট সুদ \((I)=\cfrac{x}{4}\) টাকা
সময় \((t)=5\) বছর
\(\therefore\) সুদের হার \((r)=\cfrac{100\times I}{pt}\%\)
\(=\cfrac{100\times \cfrac{x}{4}}{x\times 5} \%\)
\(=\cfrac{100}{4\times 5} \%\)
\(=5\%\)
\(\therefore\) সুদের হার হবে 5%