একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি 24 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেমি । সমকোণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত ? Madhyamik 1998


ধরি, সমকোণী চৌপলটির দৈর্ঘ্য \(a\) সেমি, প্রস্থ \(b\) সেমি এবং উচ্চতা \(c\) সেমি ।
\(\therefore a+b+c=24\)------(i)
এবং \(\sqrt{a^2+b^2+c^2}=15\)------(ii)

এখন \((a+b+c)^2=24^2\)
বা, \(a^2\)+\(b^2\)+\(c^2\)+\(2(ab+bc+ca)=576\)
বা, \((15)^2+2(ab+bc+ca)=576\)
বা, \(2(ab+bc+ca)=576-225\)
বা, \(2(ab+bc+ca)=351\)

\(\therefore\) সমকোণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল 351 বর্গসেমি ।

Similar Questions