সূর্যের উন্নতি কোণ 45° হলে, কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30° হলে, ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি।


ধরি,সূর্যের উন্নতি কোণ যখন 45° থাকে,তখন তার ছায়ার দৈর্ঘ্য হয় BC এবং সূর্যের উন্নতি কোণ যখন 30° হয়,তখন তার ছায়ার দৈর্ঘ্য হয় BD এবং বর্দ্ধিত ছায়ার দৈর্ঘ্য CD=60 মিটার ।

সমকোণী ত্রিভূজ ABC থেকে পাই,
\(tan45°=\) লম্ব / ভূমি \(=\cfrac{AB}{BC}\)
বা, \(1= \cfrac{AB}{BC}\)
বা, \(AB=BC\)----(i)

সমকোণী ত্রিভূজ ABD থেকে পাই
\(tan30° =\) লম্ব / ভূমি \(=\cfrac{AB}{BD}\)
বা,\(\cfrac{1}{\sqrt3}=\cfrac{AB}{BD}\)
বা, \(AB=\cfrac{BD}{\sqrt3}\)----(ii)

(i)এবং (ii) নং সমীকরনে AB এর মান তুলনা করে পাই
\(BC=\cfrac{BD}{\sqrt3}\)
বা,\(\sqrt3 BC=BD\)
বা, \(\sqrt3 BC=(BC+CD)\)
বা, \(\sqrt3 BC-BC=CD\)
বা, \(BC(\sqrt3-1)=60\)
বা, \(BC(1.732-1)=60\)
বা, \(BC=\cfrac{60}{0.732}=81.967\)

(i) নং সমীকরনে BC এর মান বসিয়ে পাই
AB=BC=81.967

∴স্তম্ভটির উচ্চতা 81.967 মিটার (প্রায়)।

Similar Questions